যুক্তরাষ্ট্রে কিশোরী মায়েদের স্কুল দিচ্ছে যৌনশিক্ষার পাঠ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কিশোরী মায়েদের জন্য চালু হওয়া স্কুলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সঠিক যৌনতার পাঠ ও শিশু লালন-পালনের শিক্ষা দেওয়া হচ্ছে। টেক্সাসে লিংকন পার্ক নামের এ হাইস্কুলের সব শিক্ষার্থীই কিশোরী। তাঁদের কেউ কিশোরী মা, আবার কেউবা মা হওয়ার অপেক্ষায় আছেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে ব্রাউন্সভিলের লিংকন পার্ক স্কুলটি বাইরে থেকে দেখতে যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো হাইস্কুলের মতোই। অন্য স্কুলের মতো সামনে বালু ও ইট স্তূপ করে রাখা, পার্ক করা স্কুলবাস ও ওপরের দিকে জাতীয় পতাকা উড়লেও ভেতরের পরিবেশ ঠিক অন্য স্কুলগুলোর মতো নয়।কারণ, ভেতরে কিশোরীদের শ্রেণিকক্ষে যাওয়ার শব্দের পাশাপাশি শিশুদের কান্নাকাটি ও আধো আধো বোলও শুনতে পাওয়া যায়। স্কুলের দেয়ালে সাঁটানো পোস্টারে গর্ভাবস্থা পরিষেবা ও প্যারেন্টিং বিষয়ে সেবামূলক প্রচারণা করা হয়। আর স্কুলের মূল ভবনের পাশেই আছে কিশোরী মায়েদের সন্তানের জন্য দিবাযত্ন কেন্দ্র।