বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা হয়েছে, আগামী ২৬ অক্টোবর। এরই মধ্যে ভোটারদের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাব, জেলা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থা তাদের নাম পাঠিয়েছে বাফুফেতে। এরই মধ্যে শুরু হয়েছে নানা বিতর্ক। নাম ঘোষণা করার অপেক্ষায় বাফুফে।
এখন কাউন্সিলরদের নাম সত্য মিথ্যা যাচাই-বাছাই করার কাজ চলছে। কাউন্সিলররাও অপেক্ষায় রয়েছেন কাদের নাম ঘোষণা করা হয়, তা জানার জন্য। এবার নতুন এক জন কাউন্সিলরের নাম শোনা যাচ্ছে দেশের ফুটবল অঙ্গনে। তাসমিয়া রেজওয়ানা। বিক্রমপুর কিংস ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই নারী। বিক্রমপুর কিংস ক্লাব দ্বিতীয় বিভাগ ফুটবলে খেলছে। তাসমিয়া রেজওয়ানা সেই ক্লাবেরই কাউন্সিলর হয়েছেন বলে জানা গেছে।
তাসমিয়া রেজওয়ানাকে দেশের ফুটবল মহলে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। খুব চুপচাপ থাকেন। কথা কম বললেও ফুটবল নিয়ে তার আগ্রহের কমতি নেই। ফুটবল ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও সেভাবে নিজেকে সামনে আনেন না বলেই ফুটবলের অনেকের কাছেই তিনি অপরিচিত। তবে তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী।