তীব্র তাপদাহে পুড়ছে দেশ। এর মধ্যে স্বস্তির বৃষ্টি নেমেছে সিলেটে। বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দলের সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ বন্ধ আছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পড়লেও সোবহানা মুস্তারি ও মুর্শিদা খাতুনরা ভালোর আশা দিয়েছিলেন।
কিন্তু পরেই দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ নারী দল। ১৪ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। এরপর সোবহানা ফিরে যান ১৫ বলে চারটি চারের শটে ১৯ রান করে। দলের রান তখন ৪২। আগের ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা ফিফটি করলেও এ ম্যাচে ব্যর্থ হন।
তিনি দলের ৬৫ রানে ব্যক্তিগত ৬ রান করে আউট হন। এরপরই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় রান ৬৯ হতে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। বৃষ্টি নামার আগে ১১ ওভারে ৭০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।