মস্কোতে আইএসের হামলা চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন রাশিয়ার

এবার মস্কোর কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকা নিয়ে প্রশ্ন তুললেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, মস্কোর কনসার্ট হলে হামলা চালানোর মতো সক্ষমতা ইসলামিক স্টেটের (আইএস) আছে বলে বিশ্বাস করাটা খুবই কঠিন।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হামলার বিষয়ে সংবাদ সম্মেলনে জাখারোভা আরও বলেন, পশ্চিমা সরকারগুলো ইউক্রেনকে বাঁচাতে আইএসের ওপর দায় চাপাচ্ছে। যদিও ইউক্রেনই এই হামলার পেছনে দায়ী। তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। এর আগে, রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির পরিচালক মস্কোর হামলার পেছনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হাত রয়েছে বলে দাবি করেন। উল্লেখ্য, গত শুক্রবার মস্কোর কনসার্ট হলে প্রাণঘাতী হামলায় ১৪৩ জন নিহত হন। পরে হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গি গোষ্ঠী আইএস। যদিও রাশিয়া দাবি শুরু থেকে উড়িয়ে দেয়।

এদিকে, মস্কোয় হামলার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য। ইতিমধ্যে এই চারজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন দেশটির সংশ্লিষ্ট আদালত।