আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর , অগ্নি প্রকল্পের (AGNEE- Awareness, Actions and Advocacy for Gender Equal and Safe Spaces for Women and Girls) আওতায় ‘যৌন হয়রানি প্রতিরোধে ও প্রতিকারের সুনির্দিষ্ট আইনের প্রয়োজনীয়তা ও প্রত্যাশা’ শীর্ষক একটি মতবিনিময় সভা সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, নাগরিক সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আজ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪; সকাল ১১ টায় মেঘনা হল, বিয়াম ফাউন্ডেশন, ইস্কাটন ঢাকায় আয়োজন করে। উক্ত সভাটি আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর নির্বাহী পরিচালক ফারুখ ফয়সলসঞ্চালনা করেন। সভায় প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, নার্গিস সুলতানা, এবং সোশ্যাল কমপ্লায়েন্স, ব্র্যাক এর পরিচালক ব্যারিস্টার জেনেফা জব্বার এর উপস্থিতিতে নাগরিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।স্বাগত বক্তব্য এ ফারুখ ফয়সল, নির্বাহী পরিচালক, ( আসক) বলেন যে, এই সভা থেকে আলোচ্য বিষয়ের উপর প্রাপ্ত সুপারিশ সমূহ নিয়ে এ সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এই সভার মূল উদ্দেশ্য এডভোকেসি করা। সভায় প্রকল্পের উদ্দেশ্য এবং কার্যক্রম উপস্থাপনা করেন আসমা খানম রুবা, প্রকল্প সমন্বয়ক, অগ্নি প্রকল্প, আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মার্চ ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত প্রকল্পের কর্ম এলাকা – গাজীপুর রাজশাহী জেলায় সংঘটিত যৌন হয়রানি ও সহিংসতা ভিত্তিক একটি তথ্য তুলে ধরেন। এরপর বাংলাদেশে প্রচলিত আইনে বিদ্যমান প্রতিকার ও সীমাবদ্ধতা সম্পর্কে এবং যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারের একটি পূর্ণাঙ্গ আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা হয় । পরবর্তীতে অগ্নি প্রকল্পের কর্ম এলাকা রাজশাহী ও গাজীপুরের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সদস্যরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা গুলো তুলে ধরেন যৌন হয়রানি সংক্রান্ত সুনির্দিষ্ট আইন প্রণয়নের আহ্বান জানান।ব্যারিস্টার জেনেফা জব্বার বলেন, সকলের আলোচনার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার আলোকে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারে পদক্ষেপ গ্রহণের আইনগত যে সুপারিশ গুলো এসেছে তা নিয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোর সাথে এডভোকেসি করা সুবিধাজনক হবে। নার্গিস সুলতান, প্রোগ্রাম অফিসা, মহিলা বিষয়ক অধিদপ্তর জানান যে, তাদের অধিদপ্তরের আওতাধীন সকল জেলার উপজেলা পর্যায়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে যৌন হয়রানি রোধে অভিযোগ বক্স সহ কমিটির কার্যক্রম চলমান। এ পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সদস্য, গাজীপুরের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের বাইরে কেউ যৌন হয়রানির সংক্রান্ত অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে করতে পারেন। সভায় বিদ্যমান উপস্থিত সকলের যৌন হয়রানি সংক্রান্ত পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট আইন প্রণয়নের আকাঙ্ক্ষা ব্যাক্ত করার মাধ্যমে সভাটি সম্পন্ন হয়।
ধন্যবাদসহ
আসমা খানম রুবা
প্রকল্প সমন্বয়ক, অগ্নি প্রকল্প, আইন ও সালিশ কেন্দ্র (আসক)