রাজধানীর উত্তর মানিকদিয়ায় ট্রাকের ধাক্কায় জারিন তাসনিম নওশীন (২৭) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সোমবার সকালে স্বামীর মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
এই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ফখরুল আহসান। তিনি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে উত্তর মানিকদিয়া ক্লাব মোড়ে অটোরিকশার স্ট্যান্ডের সামনে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এই দম্পতি। মুমূর্ষু অবস্থায় নওশীনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় থাকি। মোটরসাইকেল নিয়ে আমরা সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় এলে বালিতে মোটরসাইকেল স্লিপ করলে দু’জনে পড়ে যাই। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। আহত অবস্থায় আমরা দু’জন হাসপাতালে এলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক ট্রাক চালক ও ট্রাকটি আটক করেছে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এই ঘটনায় নিহতের স্বামী ও আহত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন।