দ্রব্যমূল্য বৃদ্ধি, কারাবন্দি বিএনপির সব নেতাকর্মীদের মুক্তি এবং নতুন নির্বাচনের দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে জিনজিরা বাসস্ট্যান্ড দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জিনজিরা বাজার, টিনপট্টি হয়ে আগানগর সিনেমা হল পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দলটির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার উপস্থিত ছিলেন।
এ সময় নিপুণ রায় তার বক্তব্যে বর্তমান সরকারকে অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
এতে অন্যান্যদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমর শাহনেওয়াজ, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি মো. শহীদসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।