নওয়াজ শরিফের দলে যোগ দিলেন ইমরান খানসমর্থিত স্বতন্ত্র প্রার্থী

এবার নওয়াজ শরিফের দল পিএমএল-এন এ যোগ দিলেন ইমরান খানের দলে পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থী। তিনি লাহোরের এনএ-১২১ আসন থেকে বিজয়ী হয়েছেন। খবর ডন ডট কম।

ওয়াসিম কাদির নামের ওই প্রার্থী রোববার নওয়াজ শরিফের যোগ দিয়েছেন। পিএমএল-এনের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলটির পোস্ট করা একটি ভিডিওতে কাদির বলেন, ‘আমি আমার ঢেরায় ফিরে এসেছি।’ ভিডিওতে তাকে পিএমএল-এনেএর জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

প্রাথমিকভাবে দলটি কাদিরকে পিটিআই-সমর্থিত প্রার্থী হিসেবে বর্ণনা করে একটি পোস্টে এই ঘোষণা করেছিল। তবে কয়েক মিনিট পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করে একটি নতুন পোস্ট করা হয়।