রওশনপন্থীরা ৯ মার্চ দলের সম্মেলন ডেকেছেন

জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীরা আগামী ৯ মার্চ দলের কেন্দ্রীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। শনিবার গুলশানের বাসায় অনুসারীদের সঙ্গে বৈঠকের পর রওশন এরশাদ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে ২ মার্চ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল।

রওশন এরশাদ বলেন, ‘আমি পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে উপযুক্ত জায়গা পাওয়া যায়নি। সে জন্য আমরা তারিখ পরিবর্তন করেছি। এখন ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।’

রওশন এরশাদ বলেন, ‘পল্লিবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লিবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত নেতা-কর্মীর দাবির মুখে আমাকে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। সবার সহযোগিতার মাধ্যমে হয়তো এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে।’

সভায় রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, রওশনপন্থী নেতা ও জাপার ভারপ্রাপ্ত মহাসচিব দাবি কারা কাজী মামুনুর রশীদ, দলের সাবেক নেতা দেলোয়ার হোসেন খান, গোলাম সরোয়ার, শফিকুল ইসলাম, ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। রওশন এরশাদ ও সাদ এরশাদ ছাড়া উপস্থিত সব নেতাই দল থেকে বহিষ্কৃত বা অব্যাহতিপ্রাপ্ত।

রওশন এরশাদের পক্ষ থেকে জাতীয় পার্টির সম্মেলনের তারিখ ঘোষণার পর দলের মহাসচিব মুজিবুল হক (চুন্নু) সাংবাদিকদের বলেন, পার্টির সম্মেলন আহ্বানের এখতিয়ার রওশন এরশাদের নেই।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রওশন এরশাদ দলের সাবেক নেতাদের নিয়ে বৈঠক করে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হককে অব্যাহতি দেন। এরপর জিএম কাদের সংসদে বিরোধীদলীয় নেতা, কো–চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ উপনেতা হন।