বিকেলে হাসপাতালে নেয়া হবে বেগম খালেদা জিয়াকে

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

গত বছরে ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। প্রায় পাঁচ মাস দু’দিন চিকিৎসা শেষে বছরে ১১ জানুয়ারি গুলশানের ফিরোজার ফেরেন বেগম খালেদা জিয়া।