দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে নয়টি ট্রাক নিয়ে ‘রজনীগন্ধা’ ফেরি ডুবে গেছে। এ ঘটনায় মিজান মিয়া (৩০) নামে এক ট্রাকচালক নিখোঁজ রয়েছেন বলে তার বোন রোকেয়া বেগম দাবি করেছেন।
রোকেয়া বেগম জানান, তার ভাই ট্রাকচালক। রাতে মালামাল নিয়ে তিনি গোয়ালন্দ থেকে রওনা হন। ফেরি ডুবে যাওয়ার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ কারণে দৌলতদিয়া ফেরিঘাটে তিনি এসেছেন ভাইকে খুঁজতে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘রোকেয়া বেগম নামে একজন তার ভাইয়ের সন্ধান পাচ্ছে না বলে আমাদের জানিয়েছেন। রোকেয়া বেগমের দাবি, তার ভাই মিজান রজনীগন্ধা ফেরিতে ছিল। আমরা তার ভাইয়ের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছি।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি রজনীগন্ধা সাতটি ছোট ও দুটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মাঝ নদীতে নোঙর করে ফেরিটি। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া ঘাট-সংলগ্ন এলাকায় আসার পর সকাল সাড়ে ৮টার দিকে নদীতে মালবাহী ব্লাল্কহেডের ধাক্কায় মাঝ নদীতে ফেরিটি ডুবে যায়।
তবে নৌ-পুলিশ ফরিদপুর শাখার ইনচার্জ বলেছেন, অতিপুরাতন ফেরি রজনীগন্ধা নদীর বালু চরের ঘর্ষণে তলা ফেটেই আস্তে আস্তে ডুবে গেছে।