বাবা মারা যাওয়ার ১১ বছর পর ফটিকছড়ি আওয়ামী লীগের কান্ডারি হলেন মেয়ে। নতুন অভিভাবক পেয়ে চাঙা স্থানীয় নেতা-কর্মীরাও। ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে টানা দুই মেয়াদে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে নির্বাচিত করেছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাই এবার নিজেদের প্রার্থী পাওয়ায় দলীয় নেতা-কর্মীর বেশির ভাগ খাদিজাতুলের জন্য মাঠে নামেন। পরাজিত হন নজিবুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের স্বতন্ত্র হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের বলয়ে এই বিভক্ত ছিল ফটিকছড়ি আওয়ামী লীগ। তৈয়বের অনুসারীরা ছিলেন সাবেক সংসদ সদস্য নজিবুল বশরের সঙ্গে। আর আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মীই ছিলেন অনেকটা দোদুল্যমান।