লোহিত সাগরে পাকিস্তানগামী পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল মঙ্গলবার জাহাজটিতে হামলা চালানো হয়। পরে এমএসসি ইউনাইটেড নামে ওই জাহাজে হামলার দায় স্বীকার করে টেলিভিশনে ভাষণ দেন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া।
এমএসসি ইউনাইটেডের পরিচালনাকারী প্রতিষ্ঠান এমএসসি মেডিটেরিয়ান শিপিং জানায়, জাহাজটি সৌদি আরবের কিং আব্দুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল।
হামলায় জাহাজের কোনো কর্মী আহত হননি। এমএসসি ইউনাইটেড হামলার শিকার হওয়ার বিষয়টি নিকটবর্তী মার্কিন জোটের নৌবাহিনীর জাহাজকে অবহিত করেছে। হামলার সময় তারা হামলা এড়ানোর চেষ্টা করেছে বলেও জানিয়েছে এমএসসি মেডিটেরিয়ান শিপিং।
হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, জাহাজটিকে বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠানো হয়।
তারা সেটি উপেক্ষা করায় হামলা চালানো হয়। হামলার শিকার জাহাজটির নাম এমএসসি ইউনাইটেড।
ইয়াহিয়া সারিয়া আরো বলেন, হুতি বিদ্রোহীরা ইলাত ও ইসরায়েলের অন্যান্য এলাকা লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে। তবে তারা কোনো লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পেরেছে কিনা তা জানাননি তিনি।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, লোহিত সাগরে হুতিদের নিক্ষেপ করা ১২টি ড্রোন, তিনটি জাহাজ বিধ্বংসী ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান ও নৌবাহিনী ডেস্ট্রয়ার। কোনো জাহাজে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। মার্কিন সেনাবাহিনী জানায়, ১৭ অক্টোবর থেকে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। লোহিত সাগরে বারবার হামলার ফলে বড় বড় শিপিং কম্পানির কিছু বাণিজ্যিক জাহাজ বেশ খানিকটা ঘুরপথে দক্ষিণ আফ্রিকার উপকূল ঘেঁষে বিকল্প রুটে চলাচল করছে।
হুতিদের হামলা ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন নতুন জোট লোহিত সাগরে অপারেশন প্রপারিটি গার্ডিয়ান নামে অভিযান শুরু করেছে।