নির্বাচনে কী হবে, ভোটের হার সবই ঠিক হয়ে গেছে : নুর

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। নির্বাচনে কী হবে, ভোটের হার সবই ঠিক হয়ে গেছে। শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা প্রার্থী, ডিসি, এসপিসহ বিভিন্ন জনকে ভাগ-বাটোয়ারা করে দিতেই ৭ জানুয়ারির এই ভোটের নাটক। এভাবে কতিপয় ডিসি, এসপি, নেতারা শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়েছে।

আজ বুধবার দুপুরে শান্তিনগর মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করে ফেললে দেশের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আসবে। এর ফলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।

কাজেই দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষায় আমাদের আন্দোলন করতে হচ্ছে। যে কারণে নিজেদের জীবন বিপন্ন করে নির্বাচনবিরোধী আন্দোলন করছি।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, পুলিশ আমাদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। মাইক ব্যবহার করতে নিষেধ করছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি নাহিদ উদ্দিন তারেক, শ্রমিক নেতা মাহবুবুল হক শিপন প্রমুখ।