তৃতীয় লিঙ্গের ২০ লাখ টাকা বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তায়

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা শহরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। তারা মোট ২০ লাখ টাকা নগদ অনুদান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের হাতে হস্তান্তর করেছেন। আজ রোববার দুপুরে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে আনুষ্ঠানিকভাবে এসব টাকা হস্তান্তর করেন।

এ ছাড়াও উত্তরার আলেয়া হিজড়া নামে আরেকজন দুই লাখ টাকার অনুদান দিয়েছেন। এ নিয়ে তৃতীয় লিঙ্গের সহায়তা দাঁড়াল ২২ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন গুরুমা বকুল হাজি, আসমানি হিজড়া, দিপালি হিজড়া, বিউটি হাজি, কেছরি আনুয়ারি, রাখি শেখ প্রমুখ।

তৃতীয় লিঙ্গের নেতারা জানান, আমাদের নামে অনেক ধরনের বদনাম বা অভিযোগ আছে। সেখান থেকে বের হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং পরম্পরা অনুযায়ী কর্ম করে বেঁচে থাকতে চাই। কোনোভাবেই লঞ্চ, ফেরিঘাট কিংবা রাস্তাঘাটে চাঁদা আদায়ের পক্ষে না বরং এর বিরুদ্ধে প্রকৃত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী কাজ করছে। যার কারণে এখন রাস্তাঘাটে আর কথিত হিজড়াদের উৎপাত দেখা যায় না। আশা করছি আমাদের এই চিন্তাধারাকে সাধুবাদ জানাবেন।