টাংগাইলের সখিপুরের হতেয়া এলাকায় রাইসা নামে দুই বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় রাজু খানের মেয়ে। স্বজনদের দাবী, পারিবারিক পূর্বশত্রুতার জেরে রাজুর চাচী শিশুটিকে হত্যা করে বস্তা বন্দী করেছে।
এদিকে এ ঘটনায় প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সখীপুর থানার ওসি সাইদুল হক ভূঁইয়া জানান, সোমবার বিকাল ৫টা থেকে শিশু সুমাইয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার।
অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে এক পর্যায়ে রাজুর চাচী অর্থাৎ রাইসার দাদীর রান্নাঘরের লাকড়ির মাচার ওপর থেকে বস্তাবন্দি ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।