ভারতের কৃষক আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় সংগীত শিল্পী মিকা সিং। তিনি কঙ্গনাকে আক্রমনাত্মক ভাষায় বলেছেন, করণ, হৃতিক ও রণবীর সিং দের নরম পেয়েছো বলে পাঙ্গা নিতে পেরেছো। কিন্তু এখানে নাক গলাতে এসো না।
রোববার (৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত ভারতের কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার কটাক্ষ করা কথা নিয়েই ক্ষেপেছেন মিকা সিং।
মিকা সিং বলেছেন, ‘করণ জোহর, হৃতিক রোশন, রণবীর সিং হোক কিংবা বলিউডের অন্য কেউ হোক, ওদের মতো নরম মানুষদের সঙ্গে পাঙ্গা নিয়ে পার পেয়ে গিয়েছো, কিন্তু এখানে নাক গলাতে এসো না!’
সম্প্রতি কঙ্গনা রানাউত কৃষি আন্দোলনের অন্যতম মুখ পাঞ্জাবের মাহিন্দর কৌরকে শাহিনবাগের বিলকিস দাদি বলে কটাক্ষ করে বলেন, ‘১০০ টাকার বিনিময়ে তাকে কৃষি আন্দোলনে বিক্ষোভ প্রদর্শনের জন্য কিনে আনা হয়েছে।’
কঙ্গনার এই মন্তব্যে নেট দুনিয়ায় বিতর্কের ঝড় তো উঠেইছিল, সেই সঙ্গে পাঞ্জাবের তারকারা একযোগে এর বিরোধিতাও করেছিল। এর মধ্যেই গায়ক মিকা সিং কঙ্গনাকে নিয়ে এমন কটাক্ষ করে টুইট করলেন।
টুইটে মিকা সিং লেখেন, ‘সমস্ত পাঞ্জাবি ভাইদের অনুরোধ করছি শান্ত থাকার জন্য। কঙ্গনার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই ঠিকই, ও একটা ভুল মন্তব্য করেছেন। তার প্রেক্ষিতে ক্ষমা না চাইলেও সেই টুইট ডিলিট করে দিয়েছেন। আমাদের লক্ষ্য কৃষকদের পাশে দাঁড়ানো। তাই ওটাতেই আপাতত ধ্যান দেওয়া উচিত আমাদের। ও পাগল, তাই ওকে ওর মতো থাকতে দিন। আর কঙ্গনা তুমি করণ জোহর, হৃতিক রোশন, রণবীর সিংয়ের মতো বলিউডের নরম মানুষদেরকে টার্গেট করে পার পেয়ে গিয়েছো, কিন্তু এখানে ভুলেও এসো না!’
কঙ্গনাকে আক্রমণ করে মিকা সিং এর এই টুইট বর্তমানে ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে।