Sat. Jan 23rd, 2021
সিনিয়র প্রেস টিমের সব পদে নারী

আবারও ইতিহাস গড়লেন মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে তিনি তার সিনিয়র প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন। বাইডেন প্রশাসনের দাবি, মার্কিন মুলুকে এমন ইতিহাস এই প্রথম।

বিবিসি জানিয়েছে, টিমের নেতৃত্বে থাকছেন সাবেক ক্যাম্পেইন কমিউনিকেশনস ডিরেক্টর কেট বেডিংফিল্ড।প্রেস সেক্রেটারি হয়েছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ইয়েন সকি।

প্রেসিডেন্ট পদে প্রাথমিক জয়ের আগে থেকেই বাইডেন বলে আসছেন প্রশাসনে বৈষম্য দূর করবেন।

প্রেস টিম গড়ার পর বিবৃতিতে বাইডেন বলেছেন, “সম্পূর্ণ নারীদের নিয়ে হোয়াইট হাউজের প্রথম সিনিয়র প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।”

বাইডেন মনে করছেন, “এভাবে দক্ষদের নিয়ে প্রশাসন গড়লে যুক্তরাষ্ট্র আবার এগিয়ে যাবে।”

মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।

প্রাথমিক ফলাফলে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোনওরকম তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।

তবে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা।

By HerNet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *