বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের পাশ থেকে ১৭ দিনের এক নবজাতককে চুরির অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটির নাম শোয়ানো। সে একই গ্রামের জেলে সুজন খাঁনের মেয়ে।
শিশুটির মা শান্তা আক্তার জানান, রাতের খাবার পর শিশুটিকে শাড়ির আঁচলে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। স্বামী-স্ত্রী দু’জনের মাঝেই সে ঘুমিয়ে ছিল। রাতে কয়েকবার মেয়েকে দুধও খাইয়েছেন তিনি। রাত ২ টার দিকে উঠে তিনি মেয়েকে বিছানায় দেখতে পাননি।
তিনি আরও জানান, ওই সময় মেয়ের বালিশটি খাটের নিচে পড়ে ছিল। ঘরের দরজাও খোলা ছিল।
শোয়ানার দাদা মো. আলী হোসেন খাঁন জানান, রাতে তিনি ঘরের সামনের বারান্দায় ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত দু’টার দিকে ঘরের ভিতর কান্নাকাটির শব্দ শুনে তার ঘুম ভেঙ্গে য়ায়। পরে ঘটনা জানতে পেরে নাতনিকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, আমরা পেশায় জেলে। আমাদের এমন অর্থকড়ি নেই যে আমরা কাউকে মুক্তিপন দিতে পারবো। আমরা কাউকে সন্দেহ করতে পারছিনা।
মোরেলগঞ্জ থানার অফিসার ইান চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রাত ৪ টা থেকেই শিশুটি উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। শিশুটিকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে শিশুটি উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।