দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পূর্ব কাঁটাবাড়ী গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী চার ভাই-বোনের সাহায্যে এগিয়ে এসেছেন ঢাকাস্থ পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস শাইলা শারমিন।
রবিবার দুপুর ২টায় ওই প্রতিবন্ধী ভাইবোনের বাড়িতে এসে পরিবারের খোঁজখবরসহ তাৎক্ষণিকভাবে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান ও ঘরবাড়ি নির্মাণের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন মিসেস শাইলা শারমিন।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. সাকলায়েন, মো. মাজেদ জাহাঙ্গীর আলম, মো. সাদিদ মামমুদ, সাবিহা সুলতানা, মো. রাজেকুল হাসান, মো. মোস্তফা জামান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চার প্রতিবন্ধী ভাইবোনের পরিবারের দুর্বিসহ জীবনের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা মিসেস শাইলা শারমিনের নজরে আসে। এরই প্রেক্ষিতে তিনি সরেজমিনে ওই প্রতিবন্ধী পরিবারের দুর্দশার চিত্র দেখে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তাসহ ঘরবাড়ি নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শেষে মিসেস শাইলা শারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।