প্রথমবারের মত নারী পরিচালক নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি চারজন স্বাধীন বোর্ড অব গভর্নেন্সের নাম ঘোষণা করে পিসিবি। এর মধ্যে একজন নারীকে প্রথমবারের মত সুযোগ দেয়া হয়েছে। বোর্ডের মানবসম্পদ বিভাগ কর্মরত আলিয়া জাফরকে বদলি করে বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
আলিয়া জাফর ছাড়াও আরো তিনজনকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন, ফিন্যান্স এক্সিকিউটিভ হিসেবে কাজ করা জাভেদ কুরায়েশি, অসীম ওয়াজেদ জাওয়াদ এবং কর্পোরেট এক্সিকিউটিভ আরিফ সাঈদ।
এর মধ্যে আলিয়া জাফর এবং জাওয়াদ দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
পিসিবির নতুন নিয়মানুযায়ী, স্বাধীন বোর্ড পরিচালক হিসেবে বাধ্যতামূলক একজন নারীকে রাখতে হবে। তাই নিয়ম মেনেই নারী পরিচালকের যাত্রা শুরু হলো পিসিবিতে।
আলিয়া জাফরের নিয়োগ প্রসঙ্গে পিসিবি সভাপতি এহসান মানি জানান, ‘আলিয়ার নিয়োগ পিসিবির জন্য নতুন একটা ঘটনা। তাকে স্বাগত জানাচ্ছি। প্রথমবারের মতো একজন স্বাধীন পরিচালক হিসেবে আলিয়ার যাত্রা শুভ হোক।’