আমেরিকার অন্তরের গহীনে গণতন্ত্রের স্পন্দন রয়েছে বলে মন্তব্য করেছেন সদ্যনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। এক বিবৃতিতে দেশটির জনগণের প্রতি ক্ষোভ আর তিক্ততাকে পেছনে ফেলে ঐক্যবদ্ধ জাতি গড়ার আহ্বান জানিয়েছেন।
বাইডেন বলেন, ‘‘অভূতপূর্ব বাধার মুখে রেকর্ড সংখ্যক আমেরিকান ভোট দিয়েছে। আবারো প্রমাণ হয়েছে, আমেরিকার অন্তরের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন।’
তিনি বলেন, ‘আমেরিকান জনগণ বিশ্বাস করে আমাকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যে দায়িত্ব দিয়েছে তাতে আমি আপ্লুত এবং সম্মানিত।’
যুক্তরাষ্ট্রের ৪৬তম নির্বাচিত প্রেসিডেন্ট আরো বলেন, ‘প্রচার শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষোভ এবং তিক্ত বক্তব্যকে পেছনে ফেলে দেওয়ার এবং জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে।’ এটা আমেরিকাকে ঐক্যবদ্ধ করার এবং ক্ষতি নিরসন করার সময় উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমরা আমেরিকার যুক্তরাষ্ট্র। আমরা ঐক্যবদ্ধ হলে এমন কিছু নেই যা করতে পারি না।’

জয় নিশ্চিত হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ এবং টুইটারেও একই ধরনের বার্তা দিয়ে পোস্ট করেন বাইডেন।
ফেসবুকে লিখেন তিনি লিখেন, ‘যুক্তরাষ্ট্র, সম্মানিত বোধ করছি যে, আপনারা আমাকে আমাদের মহান দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করেছেন।
আমাদের সামনের কাজটি হবে কঠিন, তবে আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি: আমি সব আমেরিকানদের প্রেসিডেন্ট হবো—আপনি আমাকে ভোট দিয়ে থাকুন বা না দিয়ে থাকুন। আপনারা আমার উপর যে বিশ্বাস রেখেছিলেন, আমি তা রক্ষা করবো।’
এই সময় একটি ভিডিও পোস্ট করেন বাইডেন। যাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সকল ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকল মানুষ একটি ফ্রেমে বন্দি হচ্ছেন।
এদিন নিজের টুইটার হ্যান্ডেলেও একই বক্তব্য আর ভিডিও পোস্ট করেন তিনি। তার আগে টুইটারে নিজের পরিচয় বদলে ফেলেন বাইডেন। আগে যেখানে টুইটারে নিজের পরিচিতি অংশে লেখা ছিল ‘একজন ডেমোক্রেট যিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন’ সেখানে লেখা হয় ‘নির্বাচিত প্রেসিডেন্ট।’