নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থা নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন আমির খানের মেয়ে ইরা খান। ১৪ বছর বয়সে শারীরিক নির্যাতনের পাশাপাশি বাবা-মায়ের ডিভোর্স নিয়েও মুখ খুলেছেন ইরা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইরা। ওই ভিডিওতে তিনি বলেন, ‘আমার বয়স যখন ১৪ তখন আমাকে যৌন হেনস্তা করা হয়েছিল। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে। এটা যে প্রতিদিন হতো তা নয়। এটা প্রায় এক বছর চলার পর আমি বুঝতে পেরেছিলাম যে, ওরা যেটা করছে সেটা ওরা জেনে বুঝেই করছে।’
ইরা খান আরও বলেন, ‘পরে বিষয়টি ইমেল করে বাবা-মাকে জানিয়েছিলাম। বাবা-মা ওই পরিবেশ থেকে বের করে আনেন। সেখান থেকে বেরিয়ে আসার পর আর কখনো সেটা নিয়ে খারাপ লাগেনি। আমি ভয়ও পাইনি। আমার মনে হয়েছিল যে, যাক এটা আর আমার সঙ্গে হবে না।
ইরা এই ভিডিওতে বাবা আমির খান ও মা রিনা দত্তের ডিভোর্স নিয়েও কথা বলেছেন। ইরা বলেন, ‘আমি তখন ছোট ছিলাম, যখন আমার বাবা-মায়ের ডিভোর্স হয়। তবে এর জন্য সারা জীবন আমি আতঙ্কে দিন কাটিয়েছি তা নয়। তারা আমার বন্ধু। আমরা একটা ভাঙা পরিবার তা কখনো নয়।’