বিবিসির আরবী নিউজ বিভাগের এক অনুসন্ধানী রিপোর্টে প্রকাশ পেয়েছে সুদানের ইসলামী স্কুলগুলোয় কীভাবে শিশুদের পায়ে শেকল বেঁধে নিয়মিত নির্যাতন, নিপীড়ন করা হয়।
এমনকী পাঁচ বছর বয়সী শিশুদেরও নিয়মিত পায়ে চেইন বেঁধে রাখা হয়, শেকল পরিয়ে তাদের মারধর করেন “খালওয়া” নামে এই ইসলামী স্কুলের শিক্ষকরা যারা পরিচিত “শেখ” নামে। তারাই এই স্কুলগুলো পরিচালনা করেন।
বিবিসি গোপন ক্যামেরা বসিয়ে এই ধরনের ২৩টি স্কুলে শিশুদের মারধর ও নির্যাতনের ছবি তুলেছে। সুদানে এরকম স্কুল রয়েছে ৩০ হাজার।