সাতক্ষীরার হ্যাচারি মালিক শাহিনুর রহমানের ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসনিম
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)। কিন্তু পাঁচজনের সংসারে কেবল অক্ষত রয়েছে চার মাসের শিশু মারিয়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দরজা ভেঙে শাহিনুরের ঘরে প্রবেশ করে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাবা মায়ের পাশেই ছিল শিশু মারিয়া। এসময় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, ইউপি সদস্য নাসিমা আক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে শিশুটিকে।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম বলেন, ‘সকালে ভাইয়ের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। কিন্তু এগিয়ে গিয়ে দেখি দরজা বাইরে থেকে আটকানো। এ সময় দরজা খুলতেই দেখতে পাই ভয়ানক দৃশ্য। দুই সন্তানসহ ভাই ও ভাবি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কিছুক্ষণ পর বাচ্চা দুইটি মারা যায়। তবে তাদের মধ্যে কেবল অক্ষত রয়েছে পরিবারের শেষ সম্বল চার মাসের শিশু মারিয়া।
শাহিনুর রহমানের স্ত্রী সাবিনা খাতুন
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজেদের ঘরের মধ্যে শাহিনুর রহমানসহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল। শাহিনুরের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ছাদের ওই চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।