৯/১১ হামলার আজ ১৯ বছর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত ১৯ জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা করে যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায়। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় এই হামলা হয়। এই ঘটনায় ১৯ জন হামলাকারীসহ মোট ২ হাজার ৯৯৬ জন নিহত হন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো দুটি বিমান হামলায় মারা যান ২ হাজার ৭৬৩ জন। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে ৩৪৩ জন উদ্ধারকর্মী এবং ৬০ জন পুলিশ সদস্যও নিহত হন। ৪টি হামলায় সম্মিলিতভাবে ৭৮টি দেশের মানুষ নিহত হন।

সেদিন খুব আপনজনকে হারিয়েছিলেন আয়েশা। সেইদিনের ঐ শ্বাসরুদ্ধ মুহূর্তগুলো এবং পরবর্তী দিনগুলো সম্পর্কে তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন।